চায়ের দোকানের পাশে থুতু ফেলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
মালদা :- চায়ের দোকানের পাশে থুতু ফেলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। আহত ছয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার মুচিয়া অঞ্চল এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
জানা গেছে এদিন সকালে সুকদেব বিশ্বাস এর চায়ের দোকানের পাশে থুতু ফেলে বীরেন সরকার।এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক থেকে শুরু হয় হাতাহাতি। ছুটে আসে সুকদেব বিশ্বাস এবং বিরেন সরকারের পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপরই একে অপরে ধারালো হাসুয়া এবং লাঠিসোটা নিয়ে আক্রমণ করে।
ঘটনায় দুই পক্ষের ছয় জন আহত হয়। বীরেন সরকার এবং তার দুই ছেলে জুরানি সরকার ও অসীম সরকার আহত হয়। অন্যদিকে চা বিক্রেতা সুকদেব বিশ্বাস এবং তার দুই ছেলে প্রদীপ বিশ্বাস ও উজ্জ্বল বিশ্বাস ও আহত হয়। আহতরা প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।