সিভিক ভলান্টিয়াররা এবার কনস্টেবল পদে

 সেই সব শূন্য পদে সূত্রের খবর,সিভিক ভলান্টিয়ারদের মধ্যে যাঁরা ভাল কাজ করছেন তাঁদের পুরষ্কার হিসাবে কনস্টেবল পদে  নেওয়া যেতে পারে।

ঞ্চায়েত ভোট সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) পদোন্নতির ব্যাপারে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাল কাজ করলে তাঁদের কনস্টেবল হিসাবে পাকা চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা খতিয়ে দেখুক স্বরাষ্ট্র দফতর।যে ইঙ্গিত সোমবার মমতা দিয়েছেন, তা প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে অর্থবহ বলে মনে করা হচ্ছে।কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছে পশ্চিমবঙ্গে।

শুভেন্দু অধিকারী একুশের ভোটের আগে বলেছিলেন, সিভিক ভলান্টিয়ারদের বিয়ের জন্য পাত্রী পেতেও সমস্যা হয়। কারণ তাঁদের মাইনে এত কম। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের বেতন দ্বিগুণ করে দেওয়া হবে।বিজেপি ক্ষমতায় আসেনি।তৃণমূল সরকার বিজেপির থেকেও বড় সম্ভাবনার কথা জানিয়ে দিল।

বহু কনস্টেবল পদোন্নতির কারণে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন।  সেই সব শূন্য পদে সূত্রের খবর,সিভিক ভলান্টিয়ারদের মধ্যে যাঁরা ভাল কাজ করছেন তাঁদের পুরষ্কার হিসাবে কনস্টেবল পদে  নেওয়া যেতে পারে। নিয়োগ ব্যবস্থা ও চাকরির শর্ত কী হবে তা বিবেচনা করে দেখবে স্বরাষ্ট্র দফতর।জেলার পুলিশ সুপার তাঁদের চিহ্নিত করতে পারেন।ভাল কাজ করার কারণে এঁদের একাংশের পদোন্নতি হলে সরকারের সঙ্গে তাঁদের সম্পর্ক ও  রাজনৈতিক সুবিধাও পেতে পারে তৃণমূল কংগ্রেস।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *