জেল ভরো আন্দোলনে পুলিশের দেওয়া তিনটি ব্যরিকেট ভেঙে দিলো সিআইটিইউ কর্মী সমর্থকেরা
সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা কমেটির পক্ষ থেকে আইন অমান্য জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হলো
সিআইটিইউ আইন অমান্য জেল ভরো আন্দোলনে পুলিশের দেওয়া তিনটি ব্যরিকেট ভেঙে দিলো সিআইটিইউ কর্মী সমর্থকেরা বর্ধমান শহরে সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা কমেটির পক্ষ থেকে আইন অমান্য জেল ভরো আন্দোলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ ।এদিনের এই আইন আমান্য জেল ভরো আন্দোলনে যাতে কনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের কড়া ব্যাবস্থা ছিলো চোখে পরার মতো।
লোহার তিনটে ব্যরিকেট তৈরি করেছিলো পুলিশ বর্ধমানের বাদামতলা এলাকায়।এদিন বর্ধমান স্টেশন থেকে তারা মিছিল করে আসার সময় বর্ধমানের বাদামতলা এলাকায় পুলিশের দেওয়া তিনটি ব্যারিকেট ভেঙে তারা বাদামতলা এলাকায় একটি পথ সভার আয়োজন করে ।এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার,সিপিআইএম নেতা আভাস রায় চৌধুরী সহ আরও অনান্যরা।
শ্রমকোড বিদ্যৎবিল ও স্মাটমিটার বাতিল করা,রেল ব্যঙ্ক বিমা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারি করন বন্ধ করা,সহ আরও অনান্য দাবি নিয়ে এদিন তারা আইন আমান্য জেল ভরো আন্দোলনে সামিল হয়