বীরভূমে গভীর রাতে হানা সিআইডির

বীরভূম সিআইডি-র মাঝরাতে বিশেষ অভিযানে মিলল আবারও সাফল্য।এর আগেও সিআইডি বিভিন্ন তদন্তে চোখে পড়েছে সাফল্য। তবে বীরভূমের খয়রাশোলের বড়কুড়ি গ্রামে এক গাঁজা ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ছিল হাতের বাইরে। কিন্তু তাকে হাতে-নাতে ধরা সম্ভব হচ্ছিল না কিছুতেই।তবে অন্যান্য অভিযানের পর খয়রাশোলের বড়কুড়ি গ্রামের গা ঢাকা দেওয়া গাঁজা ব্যবসায়ীকে হাতে-নাতে ধরাই ছিল সিআইডি-র আসল উদ্দেশ্য।
দীর্ঘদিন তদন্ত চালিয়ে বিশেষ সূত্রে খবর পেয়ে এই গাঁজা বিক্রেতার হদিশ পায় সিআইডি। খবর পেয়েই খয়রাশোলের বড়কুড়ি গ্রামে রাতে হানা দেয় সিআইডি। ওই গাঁজা বিক্রেতার বাড়িতে সিআইডি-র অফিসারদের নেতৃত্বে চলে বিশেষ অভিযান। সারারাতের এই অভিযানে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
সিআইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ কুইন্টাল ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এত পরিমান গাঁজা উদ্ধারের খবর পেয়ে হতবাক গ্রামবাসীরা। তবে অভিযানের আগেই খবর পেয়ে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তবে, রয়ে যায় বিপুল গাঁজা। যদিও অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। ওই ব্যবসায়ীর সঙ্গে আর কারা কারা যুক্ত, কোথা থেকে আসত গাঁজা, কারাই বা কিনত, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে সিআইডি।