রতুয়ায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন

রতুয়া :- আজ ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রতিবছর ছাত্র-ছাত্রীদের উদ্দীপনায় মহা ধুমধামে উৎসাহের সঙ্গে পালিত হয় এই প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় মেয়রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রধান বক্তা হিসেবে থাকেন মুখ্যমন্ত্রী যেখানে বিভিন্ন জেলা থেকে ছাত্র যুব সমাজ এসে পৌঁছায় দিদির বক্তব্য শোনার জন্য।

কিন্তু করোনাকালে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে দিনটিকে একটু অন্যভাবে পালন করা হচ্ছে এবার ভার্চুয়ালি পালন করা হচ্ছে দিনটিকে এবার প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে দিদি পৌঁছে যাচ্ছেন ভার্চুয়ালি সেমত মালদা জেলার রতুয়ায় রতুয়া ১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ভাদো অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুপুর ১২ টায় পতাকা উত্তোলন করে কেক কেটে দিনটি পালন করা হয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সভা শুরু হতেই প্রত্যেকে মুখ্যমন্ত্রী দেওয়া বার্তাগুলো লাইভ সম্প্রসারণ মাধ্যমে দেখেন ।

এদিন প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুর রহিম বকসি, জেলা ,জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির ।
নাসিম আকতার (লাল) সহ সভাপতি মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ, কনভেনর রতুয়া ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রনেতা শাহিদ আখতার সহ রতুয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রনেতা শাহিদ আখতার বলেন আমরা ছাত্রসমাজ মুখ্যমন্ত্রীকে দিল্লির দরবারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই খুব তাড়াতাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *