মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন

বর্ধমান :- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ৬৭ তম জন্মদিন। এই জন্মদিনে বর্ধমানের বাম এলাকায় দলীয় পার্টি অফিসে কেককেটে মোমবাতি জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন বৈকন্ঠপুর এক নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

পাশাপাশি সকলকে কেক ও মিষ্টিমুখ খাওয়ানো হয়। বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাম অঞ্চলে তৃণমূলের নেতা-কর্মীরা দলনেত্রীর জন্মদিন পালন করবে। তারা চান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে এগিয়ে যাবে ।
