নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালন
আজ তেইশে জানুয়ারি ভারতবর্ষের বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্ম দিবস। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও কালনা গেট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এবং ভদ্র পল্লীতে ও গোলঘর শাখায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে জন্মদিবস পালন ও নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন করা হল।
আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মাননীয় শিব শংকর ঘোষ। উপস্থিত ছিলেন কালনাগেট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি তাপস ভৌমিক ও নব দেবনাথ মহাশয়।