কোলকাতা পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসিটিভি , নির্দেশ হাইকোর্টের
কলকাতা পুরসভা নির্বাচনে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, পুরভোট মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বিরোধীদের পক্ষ থেকে একাধিকবার সিসিটিভি ক্যামেরার দাবি করা হয়। এদিন তাঁদের দাবিকে মান্যতা দিল আদালত।আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ৪৮৪২টি বুথে ভোটগ্রহণ।
সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সেখানেই। সেক্ষেত্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে প্রতিটি বুথে সিসিটিভি বসানোর দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। রাজ্য নির্বাচন কমিশন অবশ্য আগেই জানিয়েছিল যে ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কিন্তু আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, সমস্ত বুথকেই সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।
বিশেষ করে, বিধানসভা নির্বাচনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বুথে অপ্রত্যাশিত হিংসার ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবে কলকাতা পৌরসভা নির্বাচনে যেন কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে এবং সমস্ত বুথে সিসিটিভি ফুটেজ থাকে, এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলে সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড হবে এবং সেক্ষেত্রে অভিযোগকারী বিচারের আশা করতে পারবে বলে মনে করেছে আদালত।
শুধু বুথের মধ্যেই নয়, স্ট্রং রুম অর্থাত্ যেখানে ইভিএম থাকবে সেই ঘরেও সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ভোটগ্রহণের দিন সমস্ত ঘটনাই সিসিটিভিতে রেকর্ড হবে এবং সেই ফুটেজ সংরক্ষণের দায়িত্ব থাকবে রাজ্য নির্বাচন কমিশনের। পরবর্তী ক্ষেত্রে কোনো ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে আদালত।