চালু হচ্ছে ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল

শিক্ষা খাতে উন্নয়নের জন্য নানা পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এবার ‘কেরিয়ার গাইডেন্স’ নামে একটি নতুন পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সারা বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা যে ট্যাব বা ল্যাপটপ পাচ্ছে, সেখান থেকেই নিতে পারবে।বৃহস্পতিবার এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিবিএসই ও আইসিএসসি বোর্ডের মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, ক্যারিয়ার গাইডেন্স নামে এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা ঘরে বসেই বিনামূল্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের সিলেবাসে কি পড়ানো হচ্ছে তা জানতে পারবেন। শিক্ষা দফতর এটি তৈরি করছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে তাদের সিলেবাস তৈরি করবে বলেও তিনি জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ। আগে যা ৭৫ শতাংশ ছিল।


চলতি বছর নবম শ্রেণীর তিন লক্ষ ছাত্রছাত্রীর হাতে সবুজ সাথী প্রকল্পে সাইকেল তুলে দেওয়া ছাড়াও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ১০ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাব কেনার জন্য এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এইদিন ছাত্র-ছাত্রীদের দুয়ারে সরকার শিবিরে গিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার পরামর্শও দেন। পাশাপাশি কোভিড সচেতনতা নিয়ে ছাত্রছাত্রীদের কাজে লাগানোর জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদেরও নির্দেশ দিয়েছেন ।

বিভিন্ন জেলা সদর ছাড়াও মহকুমা সদরে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার এক হাজার সাতশো জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার হিসাবে পুষ্পস্তবক, ল্যাপটপ,বই এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।তাঁর কথায়, ‘তোমাদের অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, সব সুযোগ সুবিধা গুলি ব্যবহার করো। ‘ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পড়াশোনা করতে হবে, কিন্তু সব সময় শুধু পড়লে চলবে না। খেলাধুলো করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *