জাতীয় সড়কের ধারে উটের মৃতদেহ
জাতীয় সড়কের ধারে উটের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য!তদন্তের দাবি স্থানীয়দের বর্ধমানে
জাতীয় সড়কের ধারে উটের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য!তদন্তের দাবি স্থানীয়দের বর্ধমানেশুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার বরসুল এলাকায় জাতীয় সড়কের পাশে একটি উটের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উটের মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে তার।
মৃতদেহে পচন ধরেছে যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, স্থানীয় বাসিন্দারা বনদপ্তর এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয় এবং বনদপ্তরের কর্মীরা এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে এই উটের মৃত্যু হল সেই নিয়ে উঠছে প্রশ্ন ।
রাস্তার পাশে গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো উটটি, গলায় রয়েছে দড়ির দাগও, যার ফলে প্রাণীটির মৃত্যুতে একটা নৃশংসতার ছাপ থেকেই যাচ্ছে। কিভাবে এই উটের মৃত্যু হলো সেই নিয়ে তদন্তের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।