CAA লাগু করেই ছাড়ব, শহীদ মিনারের সভায় বললেন অমিত সাও
রিয়া ঘোষ:কলকাতা – তৃণমূল যতই নাগরিকত্ব আইনের বিরোধিতা করুক রাজ্যে সিএএ লাগু করা কেউ আটকাতে পারবে না। মমতা কেন্দ্রের আইনের বিরোধিতা করেছেন। রবিবার শহীদ মিনারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি অমিত শাহের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,এরাজ্যের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেনএকসময় মমতা। এখন প্রলেপ দেওযার রাজনীতি চলছে । মুসলমান ভাইবোনদের বোঝানো হচ্ছে সিএএ-র ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাদের বলছি কারও নাগরিকত্ব যাবে না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।
সিএএ, এনআরসি নিয়ে এরাজ্যের সরকার, বাম ও কংগ্রেস একযোগ বিরেধিতা করছে। এনআরসি নিয়ে কেন্দ্রের নীতি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেও সিএএ থেকে পিছু হঠছে না সরকার। এনিয়ে অমিত শাহ শহীদ মিনারের সভায় বলেন, মোদীজি সিএএ এনেছেন। পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। সাফ বলছি, শরনার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। মমতা আমাদের রুখতে পারবেন না। আআপনি গান্ধী, মৌলানা আজাদের বিরোধিতা করেছেন, আম্বেডকরের বিরোধিতা করছেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে বলেও সরব হন অমিত শাহ। তিনি বলেন, লোকসভায় ১৮ আসন জিতেছি। একুশে দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসব। আমাদের আটকানো যাবে না । এই লড়াই নতুন বাংলা গড়ার লড়াই , কোটি কোটি শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার লড়াই , সোনার বাংলা গড়ার লড়াই । হাজার হাজার বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার হচ্ছে , মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। দিদি, আপনি এতকিছু করেও আমাদের থামাতে পেরেছেন কি?এখান থেকে শুরু ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সবাই চাইছিলেন কাশ্মীর দেশের অবিচ্ছেদ্দ অংশ হোক। মোদীজি ৩৭০ রদ করে সেই কাজ করেছেন। দেশে এক বিধান হবে। মোদী সেই কাজই করছেন।দিদি এর বিরোধিতা করেছিলেন।
রাম মন্দির নির্মাণ নিয়েও সমর্থকদের আশ্বাস্থ করেন অমিত শাহ। মোদীজি রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠন করেছেন।কংগ্রেস, সপা, বসপা রাম মন্দিরের বিরোধিতা করে আসছে। আপনাদের কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যে অয়োধ্যায় রাম মন্দির হবে।সভা শেষে পুজো দিতে গেলেন কালীঘাটে।