তবে কি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি But will BJP be wiped out from Bengal?
প্রতিহিংসার রাজনীতি চলতে থাকলে আগামী দিনে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ায় বিপাকে বঙ্গ বিজেপি ।ইতিমধ্যে এই ইসুকে সামনে রেখে দিল্লিতে টানা দুদিন ধরে ধরনা দিয়েছিল তৃণমূল কংগ্রেস ।বর্তমানে কলকাতার রাজভবনে গেটের সামনে লাগাতার ধরনা দিচ্ছে তৃণমূল। যার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাম গঞ্জ থেকে শুরু করে সর্বত্রই বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছেন বিজেপির কর্মী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা।
১০০ দিনের টাকা কেন দেওয়া হচ্ছে না তার জবাব চাইতে শুরু করেছে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একটিও সিট পাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। প্রতিহিংসার এই রাজনীতিকে বাংলার মানুষ মেনে নিতে পারছেন না। পাশাপাশি বিজেপির কিছু নেতৃত্ব বুঝে গেছেন এই প্রতিহিংসার রাজনীতি চলতে থাকলে আগামী দিনে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
সাধারণ মানুষ বলতে শুরু করেছে তাদের পাওনা টাকা তাদের দেওয়া হোক। যদি কোন দুর্নীতি থাকে তাহলে তার জন্য কেন্দ্রীয় সংস্থা রয়েছে তারা তদন্ত করুক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই বিজেপির উপর তলার কেন্দ্রীয় নেতৃত্বরা এই টাকা বন্ধ করেছেন।
কিছুদিন আগে সুকান্ত মজুমদার বলেছিলেন আমি একটা ফোন করলেই কেন্দ্র থেকে 100 দিনের টাকা ছেড়ে দেওয়া হবে। আর তাতেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষের কাছে রাজ্য বিজেপির নেতৃত্বদের। আগামী লোকসভা নির্বাচনে বিরাট সংখ্যক অসন্তুষ্ট মানুষের ভোট ভোট বাক্সে জমা পড়বে বলে মনে করছেন বিজেপির অধিকাংশ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সবমিলিয়ে ১০০ দিনের টাকার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে যে ব্যবস্থা বঙ্গ তথা কেন্দ্র বিজেপি নিয়েছে তা বুমেরাং হয়ে ফিরছে বলে মনে করা হচ্ছে।