আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানের যুব সংসদ প্রতিযোগিতা

Published on: August 27, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

দু বছর ধরে গুমরে থাকা যৌবন আজ উচ্ছ্বল হয়ে উঠল বর্ধমানের যুব সংসদ প্রতিযোগিতায়।এই যুব সংসদ প্রতিযোগিতায় শহরের ৮ টি স্কুল অংশ নিয়েছিল। এছাড়াও তাৎক্ষণিক বক্তৃতা ও ক্যুইজ প্রতিযোগিতাতেও ভাল সাড়া মিলেছিল।এই যুব সংসদ প্রতিযোগিতা হুবহু রাজ্য বিধানসভা বা লোকসভার কার্যক্রমের রেপ্লিকা তুলে ধরা হয়। ক্লাসে পাশাপাশি বসা সহপাঠীরাই কেউ শাসকদলের পক্ষ নেয়। কেউ বিরোধী হয়ে যুক্তি শানায়। থাকেন মুখ্যমন্ত্রী ; বিরোধী দলনেতা ; অধ্যক্ষ থেকে মার্শাল সবাই।

 

একেবারে হুবহু আসল আইনসভার মত এখানেও প্রশ্নোত্তর ; মূলতুবি প্রশ্ন; অনাস্থা থেকে শপথ বা শোকপ্রস্তাব সবই হয় আসলের মত। গত দু বছর করোনার দাপট সব কিছুকে থমকে দিয়েছিল।সেই রুদ্ধজীবনে জীবন পথ হারিয়েছিল। সেই ছেলেমেয়েরা আজ একেবারে দু ধাপ পেরিয়ে উঁচু ক্লাসে। তাই প্রথম সুযোগে  আজ নিজেদের পুরোপুরি মেলে দিয়েছিলে আজকের প্রজন্ম। ক্ষুরধার যুক্তি; আবেগ আর তর্ক বির্তক জমিয়ে দিয়েছিল গোটা পরিবেশ। বর্ধমানের পুরসচিব জয়রঞ্জন সেন জানান; আগামীতে দেশ চালাবে যারা তাদের ভাবনা উঠে আসে এই সংসদগুলোয়। এবারে ছাত্ররাই স্যারেদের তাগিদা দিয়েছে এই প্রতিযোগিতায় যোগ দিতে।

 

এটাই বড় পাওনা।শিক্ষিকা মধুরিমা পান ও প্রতিযোগিতার দায়িত্বপ্রাপ্ত কর্মী সাগরিকা ভট্টাচার্য জানান; আজকের প্রতিযোগিতায় যে আগ্রহ আর সাড়া মিলেছে তা আশাব্যঞ্জক।। শনিবার সারাদিন ধরে বর্ধমানের সি এম এস স্কুলে এই প্রতিযোগিতা হয়। অবশেষে প্রথম স্থান অর্জন করল বর্ধমান হিন্দি স্কুলের নেহেরু বিদ্যামন্দির হাই স্কুল, সমস্ত পুরস্কার ছিনিয়ে নিল তারা পৌরসভার এই প্রতিযোগিতার প্রতিযোগী হিসেবে

 

Join Telegram

Join Now