নাম পরিবর্তন হয়ে পুরোনো নামেই ফিরলো বর্ধমান উৎসব

বর্ধমানবাসীর কথা ভেবে তৎকালীন সিপিএম পরিচালিত বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয় বর্ধমান উৎসব।এরপর সিপিএমকে পরাজিত করে বর্ধমান পৌরসভার দখল ন্যায় বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস।শাসক দল খমতায় আসার পর বর্ধমান উৎসবের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় বর্ধমান পৌর উৎসব ।
এর পর আজ ফের বর্ধমান পৌর উৎসবের নাম পরিবর্তন করে পুরোনো নামেই ফিরেএলো বর্ধমান উৎসব।এই নাম করন বর্তমান তৃণমূল পরিচালিত বর্ধমান পৌর প্রশাসক। এই উৎসবে থাকে স্থানীয় শিল্পীদের নিয়ে নানা ধরনের অনুষ্ঠান।এরপর ভিনজেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ।