বরের গাড়ি দেখে হতবাক বর্ধমানবাসী
বাঙালি বরের গাড়ি। দূর থেকেই যায় চেনা। লাল গোলাপ বা সাদা ফুল বা রংবাহারি অন্য নানান ফুলে সেজে ওঠে গাড়ি। রাস্তাঘাটে দেখতে পেলেই নিশ্চিত যে সেটা বরেরই গাড়ি। কিন্তু জামালপুরের (Jamalpur) সৌরভ পাল নিজের বিয়েতে এবার সেখানেই আনলেন নতুন চমক।বাহারি ফুল নয়, তার বদলে গাড়িজুড়ে হরেক রকম ফলের বাহার!
বেশ কিছুদিন ধরেই ভাবনাটা ছিল। নিজের বিয়েতে নতুন কিছু করতে হবে। সেই ভাবনা থেকেই জামালপুরের সৌরভ নতুনত্ব আনলেন বিয়ে করতে যাওয়ার গাড়িতে। ঠিক করলেন হবু স্ত্রীকে বিয়ে করতে যাওয়ার গাড়ি সাজবে ফুল নয়, বরং ফল দিয়ে। শুনে অবাক লাগলেও এমন করেই গাড়ি সাজানো হয়েছে তাঁর। যেমন ভাবনা তেমনই কাজ। বরের গাড়ি সাজল বেদানা, আঙুর, খেঁজুর, চেরিফল দিয়ে। অল্প কিছু ফুল ব্যবহার করা হলেও গাড়ির সামনের অংশ সেজে উঠল রকমারি ফল দিয়ে।
গাড়ি সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন শিল্পী রবীন্দ্রনাথ পাল। তিনি জানিয়েছেন গোটা গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়েছে। তিনিই ফল দিয়ে সাজিয়েছেন গাড়িটিকে।
জামালপুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বর্ধমান শহরে হবু স্ত্রীর কাছে যাওয়ার জন্য এটাই হবু বরের গাড়ির সজ্জা। যা দেখার জন্য ভিড় করেন অনেকেই । ফল দিয়ে গাড়ি সাজানো যে সচরাচর দেখা যায় না। গাড়ির সামনের অংশে রয়েছে রকমারি ফলের সজ্জা। ইংরাজির ‘S’ অক্ষর লেখা হয় বিশাল আকারে গাড়ির উপরে । আঙুর দিয়ে মালা আকারে সাজানো হয় নতুন বরের গাড়ি ।বরের গাড়ির এমন সজ্জা দেখে আমন্ত্রিতরা সকলেই মুগ্ধ।
বাহবা দিচ্ছেন নতুন ভাবনাকে। বরের গাড়ি আসবে জামালপুর থেকে শহর বর্ধমান প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে। ফল বোঝাই করে হবু বরের আগমন ঘটবে মণ্ডপে । চলতি সময়ে বাজারে আঙুরের দাম ১৪০ টাকা প্রতি কেজি, চেরি ফল ৩০০ টাকা প্রতি কেজি, খেজুর ৩০০ টাকা প্রতি কেজি ও বেদানা ১৫০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। ফলে গাড়ি সাজাতে আনুমানিক সাড়ে ৪ হাজার টাকা মতো খরচ হয়েছে।