চুরির ঘটনা রুখতে উদ্যোগী বর্ধমান থানা

সম্প্রতি বর্ধমান শহরে ঘটে চলেছে একের পর এক চুরির ঘটনা। সেই চুরির ঘটনা রুখতে এবার উদ্যোগী হয়ে উঠল বর্ধমান থানা। আজ শহরের খাগড়াগড় অঞ্চল থেকে মানুষকে ভাড়াটিয়া নিয়ে সচেতন করলো তারা। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে আজ মাইক নিয়ে এই অঞ্চলের বাসিন্দাদের কাছে অনুরোধ করা হয়,

কাউকে ভাড়া দেওয়ার আগে তারা যেন সেই ভাড়াটিয়ার যাবতীয় সরকারি পরিচয় পত্র সবার আগে থানায় জমা করে। একমাত্র সেই তথ্য যাচাইয়ের পরই বর্ধমান থানা স্থির করবে সেই ব্যক্তিকে ঘর ভাড়া দেয়া উচিত হবে কিনা। এ প্রসঙ্গে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বলেন আজ খাগড়াগড় দিয়ে এই প্রচার অভিযান শুরু হলেও আগামী দিনে পুরো শহর জুড়ে এই ভাবে প্রচার করে মানুষকে সচেতন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *