পুলিশ কর্মীদের জন্য চালু হল বর্ধমান পুলিশ এমপ্লয়ীজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড
বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহযোগিতায় আজ পুলিশ কর্মীদের জন্য চালু হল বর্ধমান পুলিশ এমপ্লয়ীজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। জেলা পুলিশ লাইনে এই সোসাইটির কার্যালয়ের উদ্বোধন করেন বর্ধমানের পুলিশ সুপার কামনাশিশ সেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই সোসাইটি থেকে সব পদমর্যাদার পুলিশকর্মীরা অনেক কম সুদে ঋণ নিতে পারবেন। আগামী দিনে এখানে ফিক্সড ডিপোজিট চালু হবে, এবং ভবিষ্যতে এই সোসাইটি থেকে সিভিক পুলিশদের ঋন দেওয়ার বিষয়টিও ভাবনা চিন্তা করা হবে বলে জানান কামনাশীষ বাবু।