বাংলায় বন্ধ ব্রিটানিয়ার একমাত্র কারখানা

বাংলার কর্মসংস্থান ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

সোমবার শতবর্ষেরও বেশি পুরনো লকাতার তারাতলায় ব্রিটানিয়া কারখানার দরজা আজীবনের মতো বন্ধ হয়ে গেল ।শতাধিক স্থায়ী কর্মী এবং ২৫০ জন অস্থায়ী কর্মী চাকরি হারালেন।শতবর্ষেরও বেশি পুরনো ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বাঙালির আবেগেও বড় আঘাত।

 

অভিযোগ স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদান করা হয়েছে,কোনও ক্ষতিপূরণ পাননি অস্থায়ী কর্মীরা। ২৫০০ টনেরও বেশি বিস্কুট এবং অন্যান্য স্ন্যাকস উৎপাদন করত তারাতলার ব্রিটানিয়া কারখানাটি ।দুই মাস ধরে কারখানার উৎপাদন কার্যত বন্ধের মুখে ছিল কেউ ভাবতে পারেননি এত দ্রুত কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।সোমবার কারখানায় পৌঁছে গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস দেখে কর্মীরা হতবাক হয়ে যান।

শ্রমিক সমস্যা?ব্যবসায়িক মন্দা? কী কারণ তা স্পষ্ট নয়,কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি।সূত্রের খবর স্থায়ী কর্মীদের ১৮ থেকে ২২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।কারখানার সামনে বিক্ষোভ শুরু করেছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের দাবি, ক্ষতিপূরণের ব্যবস্থা না  হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।বাংলার কর্মসংস্থান ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *