রক্তদান শিবির কর্মসূচি
গত 14 নভেম্বর ছিল প্রয়াত সাংসদ ডক্টর অজিত পাঁজার মৃত্যুদিন, সেই উপলক্ষে ডক্টর অজিত পাঁজা মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আজ শহরের মালির বাগান এলাকায় এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর এর বিধায়ক নিশিত মালিক। সংস্থার সম্পাদক শেখ সিরাজ বলেন প্রতি বছরই এ দিনটি আমরা প্রয়াত সাংসদের উদ্দেশ্যে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান করি।
এ বছরও রক্তদান শিবির এর পাশাপাশি প্রতিবন্ধীদের 30 টা হুইল চেয়ার প্রদান করা হয়। তিনি বলেন আমাদের উদ্দেশ্য আগামী দিনে সোসাইটি কাজের মাধ্যমে ডক্টর পাঁজার আদর্শকে জনসেবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামাণিক, সমাজসেবী রবীন নন্দী,প্রসেনজিৎ দাস দেবনারায়ণ গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ দিনের এই শিবিরে 80 জন ব্যক্তি রক্ত দান করেন যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।