রক্তদান শিবির ও কম্বল বিতরন
আজ ইন্ডিয়ান বয়েজ গ্রুপের উদ্যোগে রক্তদান শিবির ও কম্বলদান আয়োজন করা হয় । এই দিন রক্তদান শিবিরে ফিতে কেটে উদযাপন করে উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক । রক্ত তুলে দেওয়া হয় ক্যাম্রি হসপিটাল ও রষ্ণী ব্লাড ব্যাংকের হাতে । এদিন আইনুল হক জানান রক্তদান মহৎ দান রক্ত যখন প্রয়োজন পরে কোন জাত পাতের বিচার করে না ।
এক বোতল রক্ত একটি মানুষের প্রাণ বাঁচায় তিনি আরো জানান এখনও কোন বৈজ্ঞানিক রক্ত তৈরি করতে পারেননি । রক্ত মানুষ মানুষের জন্য প্রয়োজন হয় । তাই এই যে রক্তদান উৎসব ইন্ডিয়ান বয়েজ গ্রুপ করেছে আমি সকল সদস্যকে সাধুবাদ জানাই বলে তিনি জানান । এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব সভাপতি রাসবিহারী হালদার , যজ্ঞেশ্বর বৈরাগ্য , এই সংস্থার সভাপতি রাজনারায়ণ সাউ ও এক ঝাঁক সদস্যবৃন্দ ।