বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিজেপি কর্মীদের স্লোগান দিলীপ কেই ‘রাজ্য সভাপতি চাই’

Published on: June 14, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে পরাজিত।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে দিলীপের নিশানায়  তা স্পষ্ট।বিধানসভায় (Assembly) পৌঁছে যান প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ শুক্রবার বিকেলে।বিরোধী দলনেতার ঘরে তিনি ঢুকলেন না।বিধানসভার রিপোর্টারস রুমে গিয়ে বসলেন।

দিলীপের আসার খবর জানানো হলেও, কোনও বিধায়কই উপস্থিত ছিলেন না।শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বক্তব‌্য, ”হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলেন। জো জিতা ওহি সিকান্দার। কে কীভাবে জিতল, কে কেন জিতল না, কে কাঠি করল ওসব কথাবার্তার কোনও মূল‌্য নেই। পাবলিককে গরম করে কোনও লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিয়ে আগামী দিনে সংগঠনে মন দিতে হবে।”  

এই বক্তব‌্য, যেভাবে নিশানা করেছে তাতে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আবার সামনে চলে এসেছে।এদিকে রাজ‌্য বিজেপি (BJP) দপ্তরে দিলীপ গেলে তাঁর অনুগামীরা তাঁকে ঘিরে স্লোগান তোলে দিলীপকে ফের ‘রাজ‌্য সভাপতি চাই’ বলে। জেলার প্রাক্তন সভাপতি শিবাজী সিংহ সহ পুরনো কার্যকর্তারা দিলীপের সঙ্গে দেখা করতে আসেন।

Join Telegram

Join Now