কর্নাটক বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি
বিজেপি ১০৪টি কংগ্রেস পেয়েছিল ৮০ টি আসন।
রাত পোহালেই কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল বেরোবে।৩৬ টি কেন্দ্রে ২২৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে।৭৩.২৯ শতাংশ ভোট পড়েছে এবার কর্নাটকে।বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলের ফল কংগ্রেস ৪৩ শতাংশ ভোট পেতে পারে।তারা ভবিষ্যদ্বাণী করেছে ১২২-১৪০ টি আসন পেতে পারে কংগ্রেস।অন্যদিকে গেরুয়া শিবির ৬২ থেকে ৮০ টি আসন পেতে পারে।
মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তাঁর দল এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে।সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সংখ্যাই বলে দেবে কংগ্রেসকে কী করতে হবে।অন্যদিকে কর্নাটকের তৃতীয় শক্তি বলে পরিচিত জেডিএস ২০-২৫ টি আসন পেতে পারে। যা তাদের ২০১৮-র আসন সংখ্যা থেকে কম।২০১৮-তে বিজেপি ১০৪টি কংগ্রেস পেয়েছিল ৮০ টি আসন। আর জেডিএস পেয়েছিল ৩৭ টি আসন।পরবর্তী সময়ে ২০১৯-এ উপনির্বাচনে বিজেপি ১৫ টি আসনের মধ্যে ১২টি দখল করে বিধায়ক সংখ্যা ১১৬-তে নিয়ে যায়।১১৩ টি আসনের প্রয়োজন ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পেতে ।