বিজেপি দলের উপপ্রধান অপসারিত
মালদা:- তৃণমূলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অপসারিত হলেন পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের উপপ্রধান প্রভুনাথ দুবে। ওই গ্রাম পঞ্চায়েতে এই অনাস্থা প্রস্তাবের দিন ধার্য করেছিল ব্লক প্রশাসন।
সেইমতো তৃণমূলের ৮ জন সদস্য এই অনাস্থা প্রস্তাবে উপস্থিত হন। বিরোধীদলের পঞ্চায়েত সদস্যরা এদিন গরহাজির ছিলেন। আর সেখানেই ৮-০ ভোটের ব্যবধানে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অপসারিত হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
যদিও এই অনাস্থাকে অবৈধ বলে পাল্টা দাবি করেছেন পুরাতন মালদার বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবুরাম হেমরম অবশ্য জানিয়েছেন, প্রশাসনের নির্দেশ মেনে এদিন বিজেপি দলের উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক করা হয়। এই অনাস্থাই তৃণমূল দলের আটজন পঞ্চায়েত সদস্য উপস্থিতিতে উপপ্রধানকে অপসারিত করা হয়।