দুর্গাপুজোয় বাংলাদেশে হামলার ঘটনার প্রতিবাদ জানাতে বিধানসভায় গেলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতা। মোমবাতি মিছিল করেন শুভেন্দুরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমরা বিধানসভা যাবো না।
দীপাবলি, ছটপুজো, জগদ্ধাত্রী পুজোয় উত্সব পালন করব।অধিবেশন বয়কট করছি না। উত্সবের দিনগুলিতে মানুষের সঙ্গে থাকব। আমরা বিএ কমিটির বৈঠকে থাকি না, থাকবও না। বাংলাদেশে হিংসার তীব্র প্রতিবাদ করছি।’