মালদায় বিজেপির গ্রাম পঞ্চায়েত এবার হাত ছাড়া

মালদা :- বিজেপির গ্রামপঞ্চায়েত এবার হাত ছাড়া, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ জন সদস্য কে নিয়ে অনাস্থা প্রস্তাব ও প্রধান ,উপপ্রধান বিরুদ্ধে অপসরণ প্রস্তাব পেশ করা হয়।মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৯। এর মধ্যে একজন মৃত। সর্বমোট সংখ্যা ১৮। এই ১৮জন সদস্যের মধ্যে আজ উপস্থিত ছিলেন ১৩ জন সদস্য।

এই ১৩ জন সদস্য সরব হয়ে উঠে প্রধান উপপ্রধান এর অপসারণের বিরুদ্ধে ভোটদান করেন এবং এবং ফলাফল দাঁড়ায় ১৩-০। তের জন সদস্যের মধ্যে আজ উপস্থিত ছিলেন বিজেপির চারজন তৃণমূলের চারজন সিপিএমের ২ জন কংগ্রেসের একজন ও নির্দল প্রার্থী ছিলেন একজন। আগামী দিনে কারা পঞ্চায়েত গরবে সে দিকেই লক্ষ্য সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *