ব্যারাকপুরে বিজেপির পাল্টা সভা করলো তৃণমূল কংগ্রেস
আইন-শৃখলার অবনতি ও শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর ব্যারাকপুর চিড়িয়ামোড়ে জনসভা করেছিল বিজেপি
আইন-শৃখলার অবনতি ও শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর ব্যারাকপুর চিড়িয়ামোড়ে জনসভা করেছিল বিজেপি। উক্ত সভায় হাজির হয়ে তৃণমূলের বিরুদ্ধে সূর চড়িয়ে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার ব্যারাকপুরে বিজেপির পাল্টা সভা করলো তৃণমূল কংগ্রেস। বিজেপির ডিসেম্বর তত্ত্ব নিয়ে কটাক্ষের সুরে সাংসদ অর্জুন সিং বলেন, ডিসেম্বর মাসে কি ভূমিকম্প হবে, না সুনামি আসবে।
সুনামি কিংবা ভূমিকম্প রোখার জন্য তৃণমূল কর্মীরা প্রস্তুত আছেন। সাংসদের দাবি, দলীয় কর্মীদের চাঙ্গা করতেই ভোকাল টনিক দিচ্ছেন বিজেপি নেতারা। কেন্দ্রের জনবিরোধী নীতি এবং বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে আয়োজিত জনসভায় সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক, বিধায়ক মদন মিত্র, রাজ চক্রবর্তী ও তাপস রায়, দমদম-ব্যারাকপুর
সাংগঠনিক জেলার সভানেত্রী কেয়া দাস, ব্যারাকপুর ও উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান যথাক্রমে উত্তম দাস ও মলয় ঘোষ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত হয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপির তিন ফোঁড়ে বাংলা চালাচ্ছে। ওদের নিয়ে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যারা দাঙ্গাবাজ, তাদের মানুষ অপছন্দ করেন। মেনে নেন না। তাইতো মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন।