বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রেললাইনে কুমির , অবাক ট্রেন চালক

Published on: September 16, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রেললাইনে একটি আট ফুটের কুমির। রাজধানী এক্সপ্রেসের চালকও হতভম্ব হয়ে গিয়েছিলেন কুমিরটিকে দেখে। থামিয়ে দিয়েছিলেন দ্রুতগতির ট্রেন। তারপর তড়িঘড়ি খবর দেন কার্জন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। রেল কর্মীরা এসে দেখেন চালকের কথা যথার্থ সত্য।তখনো রেললাইনের উপর রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে কুমিরটি।

ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। ভদোদরা-মুম্বাই রাজধানী এক্সপ্রেসের চালক সর্বপ্রথম রেল লাইনে কুমিরটিকে এরূপ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে থামিয়ে দেন ট্রেন। স্বাভাবিকভাবে রাজধানী এক্সপ্রেসের পিছনেও কয়েকটি ট্রেন দাঁড়িয়ে যায়। রেলকর্মীরা এসে ট্র্যাক থেকে কুমিরটিকে সরান। অনুমান করা হয় ধাক্কা লেগে কুমিরটির আঘাত লেগেছে।

আঘাতের চিহ্ন রয়েছে মাথা, পিঠ ও লেজের দিকে, হয়েছে ব্যাপক রক্তক্ষরণ। অনেক চেষ্টা করেও কুমিরটিকে বাঁচানো যায়নি। গুজরাটের এরকম তিন চার জায়গা থেকেই বেশ কয়েক দিনের মধ্যে কুমির উদ্ধার হয়েছে, যা নিয়ে চিন্তায় বনদফতর।

Join Telegram

Join Now