গাছ পরে বড়সড় দুর্ঘটনা
পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহর 5 নম্বর ওয়ার্ড রাজাবাগান এলাকায় বেশ কয়েকটি গাছ পরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হলো এলাকার মানুষজনদের

পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহর 5 নম্বর ওয়ার্ড রাজাবাগান এলাকায় বেশ কয়েকটি গাছ পরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হলো এলাকার মানুষজনদের এই এলাকায় প্রায় 100 টি পরিবারের বাড়ি রয়েছে চাচ দিয়ে বেড়া রয়েছে
এবং ছাদের ওপর খড়ের চালা ,কিছুক্ষণ বৃষ্টির এবং দমকা হাওয়ার জেরে বড় গাছ দুইটি বাড়ির ওপর ভেঙে পড়ে যায় এবং একটি দোকানের উপর ও দুইটি বাড়িতে ভেঙে পড়ে এই বিশাল আকারে গাছটি, তিনজনকে বের করা হয় বাড়ির ভেতর থেকে একজন 14 বছরের বালক এই দুর্ঘটনার কবলে মৃত বলে জানা যায় ঘটনাস্থলে আসেন
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কাউন্সিলর শেফালী বেগম আছেন এই এলাকার নেতৃত্ব ইফতিকার আহমেদ সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর গন তৎপরতায় এলাকার মানুষজন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার করা হলো বাড়ির ভেতরে থাকা তিনজন মানুষ কে এবং ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে