বিজেপিতে বড় পদ পেলেন ভারতী ঘোষ
ফের বিজেপিতে ব্যাপক সাংগঠনিক রদবদল। বিজেপির তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাষ্ট্রীয় পদে কয়েকজনকে নিযুক্ত করেছেন। যার মধ্যে নাম রয়েছে বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের।
তাঁকে রাষ্ট্রীয় প্রবক্তার পদ দেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় মহামন্ত্রী করা হয়েছে মহারাষ্ট্রের বিনোদ তাওরে, রাষ্ট্রীয় মন্ত্রী করা হয়েছে বিহারের ঋতুরাজ সিনহা, ঝাড়খণ্ডের আশা লাকড়াকে, রাষ্ট্রীয় প্রবক্তার পদ পেয়েছেন শাহজাদ পুনাওয়ালাও।