ভাগীরথীর জল কমে যাওয়ায় ভাঙ্গন শুরু
মঙ্গলবার সকাল হতেই সেই ভাঙ্গনের চেহারা নিয়েছে আরো ভয়ংকর
ভাগীরথীর জল কমে যাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে কালনার ১০ নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় গতকাল রাত থেকে।এদিন মঙ্গলবার সকাল হতেই সেই ভাঙ্গনের চেহারা নিয়েছে আরো ভয়ংকর।ভাঙ্গনের মুখে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি যার মধ্যে বর্তমানে তিনটি বাড়ি একদম ভাঙ্গনের দোরগোড়ায় দাঁড়িয়ে।
স্থানীয় এলাকার বাসিন্দা সত্য পাল, কুটি পাল এবং গনেশ পাল এর বাড়ি ভাঙ্গন থেকে প্রায় 10 মিটার দূরত্বে।একই সাথে এলাকাবাসীরা জানাচ্ছেন বছরখানিক আগে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের জন্য পাড় বাঁধানোর চেষ্টা হয়েছিল।
এরপর এক বছর ঘুরতে না ঘুরতেই সেই বালির বস্তা চলে যাচ্ছে নদী গর্ভে।এদিন মঙ্গলবার সেখানে হাজির হাজির হন সেচ দপ্তরে আধিকারিক গণ ।