বিডিওর ভিডিও বার্তা নিয়ে ব্যাপক হৈচৈ
বিডিওর ভিডিও বার্তা নিয়ে ব্যাপক হৈচৈ শুরুহলো গোটা ব্লক জুড়ে।সাম্প্রতিক সোস্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল করেন বর্ধমান 1ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য
বিডিওর ভিডিও বার্তা নিয়ে ব্যাপক হৈচৈ শুরুহলো গোটা ব্লক জুড়ে।সাম্প্রতিক সোস্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল করেন বর্ধমান 1ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য।ভিডিও বার্তায় দেখাগেছে রাজ্য সরকারের কন্যাশ্রী,রূপশ্রী,যুবশ্রী,স্বাস্থ্য সাথী,সবুজ সাথী প্রভৃতি যাবতীয় বিষয় নিয়ে বিএসকে-তে যাবার আবেদন জানাচ্ছেন।বিডিওর এই ভিডিও বার্তার প্রশংসা করেছে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা।
শম্পা ধারা বলেন তাঁকে দেখে অন্যান্য ব্লকের বিডিওরাও উদ্বুদ্ধ হবেন। এতে সাধারণ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ আরও বেশি করে পাবেন। খোদ বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবনারায়ণ গুহ জানিয়েছেন, একজন জনপ্রতিনিধির বক্তব্যকে অনেক সময়ই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়ে থাকে। ফলে তার সুফল ও কুফল দুইই থাকে। কিন্তু যখন খোদ বিডিও এব্যাপারে বার্তা দিচ্ছেন তখন তার গ্রহণযোগ্যতা আরও বাড়ছে।
মুখ্যমন্ত্রী যে অসংখ্য প্রকল্প ঘোষণা করেছেন সে বিষয়ে গ্রাম গঞ্জের মানুষরা অনেকেই কিছু জানেন না। কিন্তু তাঁর পক্ষে গ্রামে গ্রামে গিয়ে সবসময় এ বিষয়ে প্রচার করা সম্ভব নয়। যেহেতু সোস্যাল মিডিয়া এখন একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম তাই সেই মাধ্যমকেই ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা নিতে এই ব্লকের ৯ জায়গায় অবস্থিত বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষকে যাবার জন্য বলছেন।