কোটি টাকায় শোভনের বাড়ি কিনলেন বৈশাখী , বাড়ি ছাড়তে বললেন রত্না চ্যাটার্জিকে

শোভনের বেহালার বাড়ি কোটি টাকায় কিনে নিলেন বৈশাখী। শনিবার মালিকানা হস্তান্তর হয়েছে বলে খবর। বাড়ির মালিকানা তাঁর নামে যেতেই রত্না চ্যাটার্জিকে বাড়ি ছাড়ার কথা বলেন বৈশাখী। এমনকী, রত্না সসম্মানে বাড়ি না ছাড়লে তাঁকে আইনি নোটিস দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।জানা গিয়েছে, এখন বাড়িতেই থাকেন শোভন। অসুস্থতার পাশাপাশি রত্নার সঙ্গে ডিভোর্স-সহ আরও বেশ কিছু মামলার খরচ এই মুহূর্তে চালাতে হচ্ছে শোভনবাবুকে।
কিন্তু রোজগার না থাকায় আইনি সংকটে রয়েছেন তিনি। আর তাই আইনি খরচ মেটাতে বৈশাখী তাঁকে আর্থিক সাহায্যের কথা বলেন। সেই বিনিময়েই নিজের বেহালার বাড়ি বান্ধবী বৈশাখীর নামে লিখে দিয়েছেন শোভন। সূত্রের খবর, বাড়িটির জন্য শোভনবাবুকে এক কোটি টাকারও বেশি অর্থ দিয়েছেন বৈশাখী।ওই বাড়িটিতে বিয়ের আগে থেকেই থাকতেন কলকাতার প্রাক্তন মেয়র। এখন সেখানে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন স্ত্রী রত্না।
আর যেহেতু শোভন আর এই বাড়ির মালিক নেই, তাই এবার রত্নাকে অবিলম্বে ওই বাড়ি ছাড়ার কথা বললেন বৈশাখী। তিনি জানান, ‘আমার সবকিছুই ব্যবহার করতে পারেন শোভন। কিন্তু উনি টাকা নিতে রাজি হননি। তাই এই বাড়ি আমি কিনে শোভনবাবুকে টাকা দিলাম।’ অন্যদিকে, রত্না বলেন, ‘সব কিছু এত সহজ নয়। সাহস থাকে তো বের করে দেখাক।’
স্বাভাবিকভাবেই শোভন-বৈশাখী-রত্নার সম্পর্কে নতুন মোড় নিল। এই বাড়ি নিয়ে জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।