মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সভা
সেভ ড্রাইভ সেভ লাইফ মূলত এই কথা কে সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অডিটোরিয়াম হলে ড্রাইভার দের নিয়ে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক সভা। যেখানে মালদা জেলা ট্রাফিক পুলিশের আধিকারিকরা ড্রাইভার দের বিভিন্ন সচেতনতামূলক উপদেশ দেন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা ডিএসপি ট্রাফিক বিপুল কুমার ব্যানার্জি, ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ পাঁজা, ট্রাফিক ওসি বিটুল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এ বিষয়ে মালদা জেলা ডিএসপি ট্রাফিক বিপুল কুমার ব্যানার্জি বলেন গতকাল থেকেই পথ নিরাপত্তা সপ্তাহ এর জন্য এই সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে এবং আগামী ৭ তারিখ অব্দি চলবে এই প্রচার। দুর্ঘটনা এড়াবার জন্য ড্রাইভারদের কিভাবে চলতে হবে এবং বিভিন্ন ড্রাইভারদের মতামত নেওয়া হয় এই আলোচনা সভায়। মূলত প্রত্যেকে যাতে সিগনাল মেনে চলাফেরা করেন, মোটরবাইক চালানোর সময় হেলমেট পরিধান আবশ্যিক, বড় গাড়ি চালানোর সময় সিটবেল্ট বাধা বাধ্যতামূলক,
ওভারটেক করার সময় ডান দিক দিয়ে ওভারটেক করতে হবে, অবশ্যই রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তার লাইসেন্স বাতিল করা হবে, নির্দিষ্ট স্টপেজ এই গাড়ি দাঁড় করাতে হবে এরকম বিভিন্ন গাইডলাইন দেওয়া হয় মালদা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। তিনি আবারো উল্লেখ করেন পেশাগত কারণে যে সমস্ত ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তারা যাতে সুস্থ মত বাড়ি ফিরতে পারেন সেই কারণেই মালদা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই সচেতনতা মূলক প্রচার।