চেকিং এ সময় ব্যাগ ভর্তি টাকা দেখে চক্ষু চরক গাছ পুলিশ অফিসারদের
ঝাড়খণ্ডের বিধায়কের স্টিকার লাগানো একটি কালো গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ।
ঝাড়খণ্ডের বিধায়কের স্টিকার লাগানো একটি কালো গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। গাড়ি থেকে উদ্ধার হয় নোট ভরতি দু’টি কালো ব্যাগ। সেই গাড়িতে ছিলেন ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ক- রাজেশ কচ্ছপ, নমন বিকসাল এবং ইরফান আনসারি। পুলিশ সূত্রে খবর, চালক-সহ মোট ৫ জন ছিলেন গাড়িতে।
এত নগদ কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তার স্বপক্ষে কোনও নথি দেখাতে পারেননি তাঁরা। এরপরই তিন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়। জানা গিয়েছে, এদিনই দমদম বিমানবন্দরে নেমে সড়কপথে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। আপাতত পাঁচলা থানায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা রয়েছে তাঁদের কাছে তা জানতে নোট গোনার মেশিন আনা হচ্ছে বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে, দু’টি ব্যাগে লক্ষাধিক টাকা রয়েছে।
এপ্রসঙ্গে হাওড়া জেলার (গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙারিয়া জানিয়েছেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই সূত্র ধরেই কালো গাড়িটি আটক করা হয়।” স্বাভাবিকভাবেই কলকাতার পর হাওড়ায় বিধায়কদের গাড়ি থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাকার উৎস নিয়ে এখনও পুলিশের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।