বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আপ্লুত রেণু

Published on: June 27, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আপ্লুত রেণু খাতুন।এদিন সভার শেষে রেণু মমতা ব্যানার্জির সাথে কথা বলতে আসেন।তিনি জানান; মুখ্যমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন তুমি এগিয়ে যাও রেণু জানান; আমার মনের ইচ্ছা পুরণ হলো আজ। ওনার সাথে দেখা করে আনন্দিত।প্রসঙ্গত কেতুগ্রামের বীরাঙ্গনা রেণু এখন বর্ধমানের মালিরবাগানে দিদির বাড়ি থাকছেন। তিনি সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের কাজেও যোগ দিয়েছেন। পাসাপাপি বর্ধমানে গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন বিপত্তি।

রীতিমত প্ল্যাকার্ড তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কয়েকজন চাকরী প্রার্থী। পুলিশ তড়িঘড়ি তাদের সভা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে উল্লেখ্য ২০১৪ সালে প্রাইমারী টেটে পাশ করেন দুর্গাপুরের বাসিন্দা স্বাতী ব্যানার্জী ভট্টাচার্য ও আসানসোলের বাসিন্দা সোমা কর। এরা দু’জন সোমবার মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত ছিলেন। তারা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাথমিক বিদ্যালয়ে চাকরীর দাবী করেন। তবে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে চাকরী প্রার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ড কেড়ে নেয়।

পরে অবশ্য সভা শেষে দুই চাকরী প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন।দেখা করার পর চাকরী প্রার্থী সোমা কর বলেন মুখ্যমন্ত্রী তাদের দাবী শুনে আশ্বস্ত করেছেন। এর আগে বেশ কয়েকটি সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরী প্রার্থী সোমা কর দেখা করার চেষ্টা করেন।পুলিশের ধাক্কাধাক্কিতে তার হাত ভেঙে যায় বলে তিনি জানান। অন্য একজন চাকরী প্রার্থী স্বাতী ব্যানার্জী ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী চাকরীর প্রক্রিয়া চলছে বলে তাদের আশ্বস্ত করেন।

Join Telegram

Join Now