আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
মালদাঃ- ফের আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে ওই শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটির বাড়ি মালদার মানিকচকের বড়বাগান এলাকায়।
আফিয়া খাতুন নামে ছ’মাসের ওই শিশুকে জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। শনিবার রাতেই তার মৃত্যু হয়। এই নিয়ে গত পাঁচ দিনে মোট সাতটি শিশুর মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ আতঙ্কিত না হওয়ার কথা বললেও শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে।