ফের বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতারের পোসলা ব্রিজের কাছে
ফের বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতারের পোসলা ব্রিজের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস বর্ধমান থেকে কাটোয়া যাচ্ছিল। সেই সময় সামনের টায়ার ব্লাস্ট করে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় রাস্তার ধারে একটি জমিতে। বাসে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী।যাত্রীদের মধ্যে আহত হন ২০ জন। তার মধ্যে চারজন গুরুতর আহত হন।
স্থানীয় মানুষজন ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর সহযোগিতায় তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় ভাতার ব্লক হাসপাতালে। অবস্থা অবনতি ঘটলে তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহত ব্যক্তিদের নাম ঝর্না চৌধুরী, বাড়ি গুসম্বা, মায়া বসু বাড়ি গুসম্বা, মৌমিতা দে বাড়ি বর্ধমান, ও বৃন্দাবন ঘোষ।
নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কুড়ি জনের মতো আহত হয়েছে। সেখানে চার জন গুরুতর আহত। বাকি ১৬ জনকে প্রাথমিক চিকিত্সা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। সকলকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ভাতার থানার বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে। উল্লেখ্য, সম্প্রতি ভাতারের বলগোনা গুসকরা রাস্তায় এরুয়ার যাত্রা দিঘির কাছে একটি যাত্রীবোঝাই বাস, বিকট শব্দ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল ধান জমিতে। ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন ১২ জন বাসযাত্রী। আর এই ঘটনার কিছু দিন যেতে না যেতেই এদিন ফের বাস দুর্ঘটনার সাক্ষী থাকল ভাতারবাসী।