প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মেলা
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরহাটি গ্রামে খেজুরহাটি জনকল্যান সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রজাতন্ত্র দিবস কে উপলক্ষ করে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মেলা।
প্রজাতন্ত্র দিবসের দিন সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ। এর পাশাপাশি দুপুরে সম্প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় খেজুরহাটি জনকল্যান সংঘের পক্ষ থেকে।
এদিনের রক্তদান শিবিরের মহিলা ও পুরুষ মিলিয়ে দুটি ধাপে 100 জন রক্ত দাতা রক্ত দান করেন। সংগৃহীত রক্ত গুলি রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয়া হয়। এর পাশাপাশি বস্ত্র বিতরণ সহ বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি রাখা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।