আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার প্রস্তাব
সঞ্জু কোচিতে কেরলের হয়ে অনুশীলন করছেন রঞ্জিতে নামবেন বলে।দলের অধিনায়কও তিনি।
সঞ্জু স্যামসনকে লোভনীয় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড ক্রিকেট বোর্ড। আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দেওয়া হল।মাঝে মধ্যে এক আধটা সিরিজে ডাক,জাতীয় দলে ব্রাত্য। রান করলেও অনেক সময় দলে সুযোগ পাননি। ভারতীয় দলের এই উপেক্ষিত উইকেটরক্ষককে বড় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড সূত্রের খবর।ফের রঞ্জি ট্রফিতে তিন বছর পর নামার প্রস্তুতি।সঞ্জু কোচিতে কেরলের হয়ে অনুশীলন করছেন রঞ্জিতে নামবেন বলে।দলের অধিনায়কও তিনি।
দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবেও বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি।উপেক্ষার পরেও কিন্তু আয়ার্ল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সঞ্জু। ভারত ছেড়ে অন্যত্র খেলতে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।আঙুলে চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা সিরিজ থেকেই ছিটকে গেলেন । রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত।রোহিতের পরিবর্তে প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে।