রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বিধাননগর এমএলএ এমপি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৬ই নভেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের একাধিক নেতৃত্বকে ইডি, সিবিআই তলব করেছিল।
এর মাঝে বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারি পরোয়ানা জারি করে নতুনভাবে অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। আগামী ১৬ই অক্টোবর এর মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানিয়েছেন অর্ডার হাতে তিনি পাননি অর্ডার হাতে পেলে তিনি হাজিরা দিয়ে জামিনের আবেদন করবেন। এই বিষয়ে তিনি আরও জানান এই ঘটনা বামফ্রন্ট আমলের। একজন চালক কড়েয়া থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই মামলায় আদালত হাজিরের নির্দেশ দিয়েছে।