বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আইসিসি তে দেখা যাবে অমিত শাহের পুত্রকে

Published on: August 21, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET- জয় শাহ ছাড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।আইসিসি-তে দেখা যাবে বিসিসিআই সচিবকে। আইসিসিচেয়ারম্য়ান পদে বসতে চলেছেন জয়।৩৫ বছর বয়সে কনিষ্ঠতম হিসাবে এই ইতিহাস লিখবেন।বার্কলের তৃতীয়বারে এই পদে বসার বিন্দুমাত্র আর ইচ্ছা নেই ভিডিয়ো কনফারেন্স করে জানিয়েছেন ।জয় ইচ্ছাপ্রকাশ করার পরেই বার্কলের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে।ইংল্য়ান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সমর্থন রয়েছে জয়ের সঙ্গেই।

বার্কলে বোর্ডকে নিশ্চিত করেছেন যে, তিনি তৃতীয় মেয়াদের আগেই সরে দাঁড়াবেন পদ থেকে।আইসিসি-র যে ডিরেক্টররা ২৭ অগাস্টের মধ্য়ে মনোনয়ন জমা দেবেন। নির্বাচনী প্রক্রিয়ায় ১৬টি ভোট হয় আইসিসির নিয়ম অনুযায়ী ।৯ জনের ভোটের প্রয়োজন হয় ।যে ১৬ জন ভোট দেবেন, তাঁদের সকলের সঙ্গেই জয়ের সম্পর্ক বেশ ভালো।বিসিসিআই সচিব হিসাবে জয়ের আরও এক বছর বাকি রয়েছে।

জগমোহন ডালমিয়া (১৯৯৭ থেকে ২০০০), শরদ পাওয়ার (২০১০-২০১২), এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহরের (২০১৫-২০২০) পর পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসি-র চেয়ারম্য়ান হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

Join Telegram

Join Now