সংসারে মিত্রতা থাকলেও ভোটের ময়দানে একদমি আলদা
পঞ্চায়েত ভোটে নিজের আসন ঠিক রাখতে একে অপরের পতিপক্ষ এক বউ দিদির সৈনিক তো আরেক বৌ দাদার। অর্থাৎ সিপিএম
পঞ্চায়েত ভোটে নিজের আসন ঠিক রাখতে একে অপরের পতিপক্ষ এক বউ দিদির সৈনিক তো আরেক বৌ দাদার। অর্থাৎ সিপিএম। একি পরিবারের দুই বৌএর এই রাজনৈতিক লড়াইকে তাড়িয়ে তারিয়ে গেখছেন পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান ২ নং ব্লকের হাটগোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের জড়ুল গ্রামের বাসিন্দারা। এই জড়ুল গ্রামের ১৭৪নং বুথে এবার সিপিএমের প্রার্থী হয়েছেন রেণুকা মল্লিক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই জা অপর্ণা মল্লিক। কার্যত এই জড়ুল গ্রাম চিরকালই সিপিএমের দুর্গ বলে পরিচিত।ভোট প্রচারে একে অপরের পতিপক্ষ হলেও সাংসারিক জীবনে দুই বৌএর সম্পর্ক সুমধুর।
সিপিএম প্রার্থী রেণুকা মল্লিক জানিয়েছেন, গ্রামের রাস্তা, জল,ড্রেনের প্রযোজন আছে সেই কাজগুলি করার চেষ্টা করবেন।তাঁরই জা অপর্ণা মল্লিক তাঁর বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি তাঁর কাছেও আবেদন করেছেন তাঁকে ভোট দেবার জন্য।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী অপর্ণা মল্লিক জানিয়েছেন, গ্রামের অনেক উন্নয়ন হয়েছে। দিদি মমতা বন্দোপাধ্যায়ের কল্যাণে গ্রামের সমস্ত মানুষের কাছেই উন্নয়ন পৌঁছেছে। তবুও গ্রামের রাস্তা থেকে পানীয় জল সহ কিছু কাজ এখনও বাকি আছে। তিনি জিতলে সেগুলি তিনি সম্পন্ন করতে চান। গ্রামের মানুষের পাশে সবসময়ের জন্য থেকে কাজ করতে চান।