বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

টোল আদায় নিয়ে বিবাদের জেরে বাসযাত্রীদের মারধরের অভিযোগ বর্ধমানে

Published on: October 26, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

টোল আদায় নিয়ে বিবাদের জেরে বাসের কয়েকজন যাত্রীকে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের পালশিটে। ঘটনায় অভিযুক্ত পালশিট টোল প্লাজার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম রাজু মুখোপাধ্যায় ও ইন্দ্রজিত্‍ ঘোষ। হুগলির উত্তরপাড়া থানার ভদ্রকালীতে রাজুর বাড়ি।অপরজনের বাড়ি হুগলির ডানকুনি থানা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, সোমবারের ওই ঘটনার জেরে মঙ্গলবার ভোরে টোল প্লাজা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠান বিচারক। বৃহস্পতিবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন তিনি।
পুলিশ জানিয়েছে, সোমবার পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন থেকে একটি বাস যাত্রী নিয়ে হাওড়ার লিলুয়ায় যাচ্ছিল।

পালশিট টোল প্লাজার কর্মীরা বাসটির কাছে টোল বাবদ ২৯০ টাকা চায়। ফাস্ট ট্যাগ থাকা সত্বেও কেন নগদে টাকা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বাসের যাত্রীরা। কিন্তু, টাকা দেওয়ার পরই বাসটিকে ছাড়া হয়। এর পর ফেরার সময় ফের বাসটির চালকের কাছে টোল বাবদ ৩০০ টাকা চাওয়া হয়। কেন এত টাকা চাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বাসের যাত্রীরা।

এর পর বচসা বাধলে টোলের কর্মীরা লাঠি, রড প্রভৃতি নিয়ে বাসের যাত্রীদের উপর হামলা চালায়। যাত্রীদের মারধর করা হয় বলে অভিযোগ। রেহাই মেলেনি মহিলা যাত্রীদেরও। এমনকি, মারধর করা হয় এক বৃদ্ধাকেও। তিনি গুরুতর জখম হন। বাসের মহিলাদের শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা।

Join Telegram

Join Now