বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সারা রাত্রি নাট্য উৎসব

Published on: March 5, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান speed স্বেচ্ছা সেবী সংগঠনের অন্যতম উইংস মুক্ত মনন স্পীড।এটি একটি নাটকের উইংস। এই প্রথম বার রাজ্যের মধ্যে 2য় এবং বর্ধমানে প্রথম সারা রাত্রি ব্যাপী নাট্য উৎসব এর আয়োজন করেছে।

যেখানে বাংলার বিভিন্ন প্রান্তে নাম করা নাট্য দল গুলি তাদের নাটক উপস্থাপনা করবেন।আগামী 8th মার্চ শনিবার দুপুর 2.30 মিনিটে উদ্বোধন এবং 3টে থেকে নাটক শুরু হবে।চলবে 9তারিখ ভোর পর্যন্ত।10 টি নাটক মঞ্চস্থ হবে।

সাথে দর্শক দের মনোরঞ্জনের জন্য একটি নাটকের পর আর একটি নাটক শুরু হবার মাঝে স্থানীয় শিল্পীদের নাচ,গান,মুখাভিনয় অনুষ্ঠিত হবে।বর্ধমান টাউনহল মঞ্চে অনুষ্ঠিত হবে এই সারা রাত্রি নাট্য উৎসব।

দর্শকদের জন্য কোন প্রবেশ পত্র নেই,সাথে থাকছে দর্শকদের রাতে খাবারের ব্যবস্থা।তার জন্য খুব সামান্য একটা অনুদান দিয়ে কুপন নিতে হবে স্পীড এর অফিস থেকে।বিশ্ব নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন মুক্ত মনন স্পীড এর পক্ষ থেকে।

Join Telegram

Join Now