৪২ জন প্রার্থীকেই লোকসভা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ
রবিবার সন্ধ্যায় রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল।
যে কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন, জয়ী হোন বা পরাজিত বিজেপি নিজেদের লোকসভা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিল ৪২ জন প্রার্থীকে।শীর্ষনেতৃত্ব নির্দেশ দিয়েছেন ভোট পরবর্তী ‘হিংসায় আক্রান্ত’-দের পাশে দাঁড়ান। দু’জন কেন্দ্রীয় মন্ত্রী সোমবার দিল্লি যাবেন বলে ছাড়।
বিজেপির কোর কমিটি হারের কারণ এবং ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে আলোচনায় বসেশনিবার সল্টলেকে বিজেপির দফতরে।বিজেপির কোর কমিটির বৈঠকেই নেতৃত্বের নির্দেশ, নিজেদের কেন্দ্রে যেতে হবে ৪0 জন লোকসভা প্রার্থীকে।’আক্রান্ত, ঘরছাড়া’দের তালিকা তৈরি করতে হবে।পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো শনিবার রাতেইচলে গিয়েছেন।দিলীপ ঘোষও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন।দিলীপ রবিবার তড়িঘড়ি সেখানে সেখানে রওনা দিয়েছেন ।বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও হুগলির উদ্দেশে রওনা দিয়েছেন।
চাঁচোল,হরিশ্চন্দ্রপুরে দু’জায়গায় বিজয় মিছিল করবেন সাংসদ খগেন মুর্মু।গত কয়েক দিন নিজের কেন্দ্র মেদিনীপুরে ছিলেন অগ্নিমিত্রা পাল।কেন্দ্রীয় প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় রাজ্যে আসছে , মঙ্গলবার পর্যন্ত রাজ্যে থাকবেন। মহিলা, যুব, কিষাণ, সংখ্যালঘু, তফশিলি জাতি, জনজাতি সাতটি মোর্চার নেতাদেরও যেতে বলা হয়েছে জেলায় জেলায়।