পূর্ব বর্ধমান :- গণেশ পুজোর পুণ্য তিথিতে খুঁটি পুজো হয়ে গেল বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারী দুর্গোৎসবের।করোনাকালে চারপাশের হতাশা প্রতিকূলতার আঁধারকে সরিয়ে কিভাবে আমরা আলোর খোঁজ করি তাই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বলে জানান আলমগঞ্জ বারোয়ারির উদ্যোক্তারা।
বর্ধমানের অন্যতম নামী ও বিগ বাজেটের পুজো আলমগঞ্জ বারোয়ারির এই বছরের থিম ” আঁধারে আলো ” । এবছর 71 তম বর্ষে পা দিলো আলামগঞ্জ বারোয়ারীর পুজো। চারপাশের অন্ধকারকে সরিয়ে দেবী দুর্গার আগমন কিভাবে আলোর দিশা দেখাতে পারে তাই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

আলমগঞ্জ বারোয়ারির খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন সভাপতি সনৎ কুমার নন্দী,বিশিষ্ট সমাজসেবী পলাশ কুমার নন্দী,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত থিম মেকার গৌরাঙ্গ কুইলা,পুজো কমিটির সদস্য মনীশ সিংহ।
