লাহিড়ী ভবনে পালন করলেন আকসূর ২৮ তম প্রতিষ্ঠাতা দিবস
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের লাহিড়ী ভবনে পালন করলেন আকসূর ২৮ তম প্রতিষ্ঠাতা দিবস
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের লাহিড়ী ভবনে পালন করলেন আকসূর ২৮ তম প্রতিষ্ঠাতা দিবস মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ অনুষ্ঠানের শুরুতে আকসূর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং অতিথিদের হলুদ গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রথমে ভাষণ রাখেন আকসূর সেক্রেটারি সুমন রায়।এর পাশাপাশি অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন এর সেন্টাল কমিটি গঠন করা হয়, নতুন কমিটি তে সভাপতি রমেন অধিকারী , সম্পাদক,কৌশিক বর্মন
আজকের এই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস্ পার্টি ইউ এর সেন্ট্রাল সভাপতি নিখিল রায়, জেলা সম্পাদক বিশ্ব নাথ রায়, , অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন এর নতুন সেন্টাল কমিটি মেম্বার ,আরো অনেকেই