গতকালের পর আবারও চুরির ঘটনা ঘটলো শহর বর্ধমানের বাবুরবাগে
পূর্ব বর্ধমান:- গতকালের পর আবারো চুরির ঘটনা ঘটলো শহর বর্ধমানে। মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে দুঃসাহসিক চুরি,ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বাবার্বাগ ইন্দ্রপ্রস্থ এলাকায় । উলেখ্য বাড়ির কর্ণধার বিশ্বলোচন কর্মকার দুনিনের জন্য মেয়ের বাড়ি কলকাতা দমদমে বেড়াতে গিয়েছিলেন ।
কার্যতঃ আজ প্রতিবেশীরা দেখেন দরজার মেইন গেটের তালা ভাঙা অবস্থায় পরে রয়েছে, এই দেখে প্রতিবেশীরা বিশ্বলোচন কর্মকারকে ফোন করে চুরির বিষয়টি জানান।
তড়িঘড়ি কলকাতার দমদম থেকে বর্ধমানের নিজ বাস ভবনে এসে দেখেন বাড়ির সমস্ত দরজা ও মেইন গেটের তালা ভেঙে রাখা রয়েছে,এছাড়া আসবাবপত্র সমস্ত জিনিস পত্র তছনছ অবস্থায় রয়েছে। তারপর দেখেন আলমারি ও শোকেসে ভেঙে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং এক ভরির কিছুটা বেশি সোনা চুরি গেছে। এই চুরির ঘটনায় এলাকাবাসীরা জানিয়েছেন দীর্ঘ বছর বাবদ টাকা দিয়ে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড রাখা হয়েছে, তার সত্বেও এইরকম চুরি ।
বর্ধমান থানায় জানানো হলে ঘটস্থলে আসেন পুলিশ,পুরো বিষয়টি তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।