বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা অনুপম খের, দিলেন মায়ের দেওয়া উপহার

Published on: April 25, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

SUNITA GHOSH:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা অনুপম খের। অমূল্য উপহার নিয়ে এদিন তিনি এসেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। কয়েক দিন আগেই তাঁর অভিনীত ছবির ব্যাপক প্রশংসা করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা অনুপম খের। মোদীর হাতে তুলে দিলেন তাঁর মায়ের বানানো রুদ্রাক্ষের মালা। নিজের টুইটার হ্যান্ডলে সেই সাক্ষাতের ছবিও শেয়ার করেছেন অনুপম খের।

প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অনুপম খের। তার মধ্যে একটিতে দেখা গিয়েছে, তিনি একটি রুদ্রাক্ষের মালা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন। ছবিগুলো পোস্ট করে ক্যাপশন এ অভিনেতা লিখেন, “শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আজ আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় মন প্রসন্ন হয়ে গেল। আপনি দেশবাসীর জন্য যে পরিশ্রম করে চলেছেন, তা অনুপ্রেরণা জোগায়। আপনার সুরক্ষার জন্য আমার মায়ের পাঠানো রুদ্রাক্ষের মালা আপনি যেভাবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন তা আমি চিরকাল মনে রাখব। জয় হো। জয় হিন্দ।” এদিন সাদা শার্ট, কালো প্যান্ট আর নেহেরু জ্যাকেট পরেছিলেন অনুপম খের।

 

এখানেই শেষ নয়। অনুপম খেরের টুইটে জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও লেখেন, “অনেক অনেক ধন্যবাদ অনুপম খেরজি। এটা কেবল শ্রদ্ধেয় মাতাজি ও দেশবাসীদের আশীর্বাদ, যা আমায় নিরন্তর দেশ মায়ের সেবা করার অনুপ্রেরণা জোগায়।” বলি পাড়ার বর্ষীয়ান অভিনেতা তিনি। একাধিক ছবিতে অভিনয় করেছেন। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও পাড়ি দিয়েছেন অনুপম খের। প্রশংসা কুড়িয়েছেন অনুরাগীদের।

 

প্রসঙ্গত উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। এক কাশ্মীরি পণ্ডিতের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। গত শতাব্দীর নয়ের দশকের গোড়ায় কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের উপরে যে নিপীড়ন হয়েছিল, সেই নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ছবিটি মুক্তি পাওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

Join Telegram

Join Now