দিলীপ ঘোষের কথায়,সবাইকে জেলে যেতেই হবে
ইডি ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' আরও অনেকে মিসিং হবেন। যে যেখানেই পালান ছাড় পাবেন না, কেউ পাড়ায় পাড়ায় গায়েব বাড়বে।
প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য প্রসঙ্গে ‘পালিয়ে কেউ বাঁচতে পারবেন না’ বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।ইডি ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,’ আরও অনেকে মিসিং হবেন। যে যেখানেই পালান ছাড় পাবেন না, কেউ পাড়ায় পাড়ায় গায়েব বাড়বে।
এসসি দুর্নীতির মতোই প্রাথমিকে শিক্ষক নিয়োগেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যেগুলির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সেখানে ধরা পড়েছে। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছে।
প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে মানিককে সরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। নতুন দায়িত্ব পান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হওয়ার পাশাপাশি মানিকবাবু তৃণমূলের পলাশিপাড়ার বিধায়ক।যদিও আপাতত তার বিধায়ক পদ আছে। দিলীপ ঘোষের কথায়,সবাইকে জেলে যেতেই হবে’।